Sample Text

LightBlog

Breaking

LightBlog

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

নিবন্ধনধারীদের নিয়োগ না দিয়ে নতুন প্রক্রিয়া কেন অবৈধ হবে না

১ম থেকে ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ না দিয়ে পুনরায় নিয়োগের লক্ষ্যে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চলমান কার্যক্রম কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব ও নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
কয়েকজন নিবন্ধনধারীর রিটের প্রেক্ষিতে আদালত আবেদন কারীদের মেধা তালিকা তৈরি করে তাদেরকে প্রভাষক, সহকারি শিক্ষক ও সহকারি মৌলভী হিসেবে কেন নিয়োগ দেয়া হবে না তাও জানতে চেয়েছে।
আজ সোমবার এ সংক্রান্ত একটি রিটের শুনানী শেষে বিচারপতি মো. কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আবেদনে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনের মাধ্যমে প্রার্থী মনোনয়ন করে। তবে মেধাতালিকা তৈরির মাধ্যমে সকলের নিয়োগ নিশ্চিত না করে এনটিআরসিএ কর্তৃপক্ষ পুনরায় নিয়োগের লক্ষ্যে ১৩তম নিবন্ধনের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করেছে। ফলে বেসরকারি নিবন্ধন কর্তৃপক্ষের এসব কার্যক্রমে সন্দেহ ও ক্ষুব্ধ হয়ে তারা আদালতে দ্বারস্থ হন।
চলতি বছর এনটিআরসিএ এর মাধ্যমে ১ লাখ ২৬ হাজারের বেশি প্রার্থী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হন।  ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা শেষে এখন মৌখিক পরীক্ষা চলছে।
কর্তৃপক্ষের চেয়ারম্যান এম এম আজহার উদ্দিন একজন অতিরিক্ত সচিব। বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব নিবন্ধন কর্তৃপক্ষকে দিয়েছে সরকার।
সূত্রঃ











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox