Sample Text

LightBlog

Breaking

LightBlog

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

একাদশ-দ্বাদশ শ্রেণির (ICT) || প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

সৃজনশীল প্রশ্নঃ মনির কম্পিউটারে প্রশিক্ষণ সম্পন্ন করে বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্য কেন্দ্রে থেকেই সে তার যাবতীয় তথ্য, ছবি ইত্যাদি প্রেরণ করে। এছাড়া দেশ-বিদেশের বিভিনড়ব প্রতিষ্ঠানের চাকুরীর খবর এসব তথ্যকেন্দ্রের মাধ্যমে সহজেই পেয়ে যায় এবং এভাবে সে একদিন ডুবাই একটি কলসেন্টারে চাকুরী পেয়ে যায়। তার পাঠানো অর্থেই কাজলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকি জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুনা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বি.এ পরীক্ষার ফরম ফিলাপ করছে।

ক. যোগাযোগ প্রযুক্তি কী?                                                                                                        ১
খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম- ব্যাখ্যা কর।                                                                   ২
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন অবদানটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।                           ৩                
ঘ. মনিরের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছ - তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।                                                                                               ৪

                   (উত্তর আগামী ক্লাসে) চোখ রাখুন....................BD.ICT.TUTOR

                                        বিঃদ্রঃ  আমাদের এই লেখা-পড়া বিভাগটি নিয়মিত পড়তে ভিজিট করুন।

BD.ICT.TUTOR

                                              

1 টি মন্তব্য:

Adbox