Sample Text

LightBlog

Breaking

LightBlog

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

সংসদীয় কমিটিকে অসত্য তথ্য দিয়েছে শিক্ষা অধিদপ্তর

এমপিওভুক্তির চলমান প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে ভুল তথ্য ও ব্যাখ্যা দিয়েছে মাধ্যমিক ও উচচশিক্ষা অধিদপ্তর।  কমিটির ২৩তম বৈঠক হবে ৬ আগস্ট। আলোচ্যসূচিতে রয়েছে, শিক্ষক-কর্মচারী এমপিও কার্যক্রম বিকেন্দ্রীকরণ। এ বিষয়ে অধিদপ্তর তাদের অবস্থান, আলোচনা ও সুপারিশ জমা দিয়েছে। একজন পরিচালক নিজের মতো করে লিখে তিন পৃষ্ঠার ব্যাখ্যা গোপনে জমা দিয়েছেন বলে জানা গেছে।
ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের লক্ষ্যে এমপিওভুক্তি অনলাইনে এবং বিকেন্দ্রীকরণ করেছে সরকার। কিন্তু মাঠের বাস্তবতা, জেলা ও উপজেলা কর্মকর্তাদের মানসিক  ও আর্থিক দুর্নীতির অভ্যাস বিবেচনায় না রাখা এবং যথাযথ পাইলটিং না করেই একরোখা সিদ্ধান্তে চালু করা হয় বিকেন্দ্রীকরণ। ফল হয়েছে উল্টো। সারাদেশে দাবি উঠেছে কিছু একটা করার, লাগাম টানার। এমতাবস্থায়,  শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিষয়টি আমলে নিয়েছে। এতে চিন্তিত হয়ে পডেছে এমপিও জালিযয়াচক্র ।
সংসদীয় কমিটিকে লিখিতভাব জানানো হয়েছে, শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় ইএমআইএস সেল থেকে পাওয়া তথ্যাদির পারস্পরিক যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন করা হয়।
সূত্র : দৈনিক শিক্ষা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox