বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল
মাল আবদুল মুহিত। এমপিওভুক্ত শিক্ষকরা এ ভাতা না পাওয়ায় বিষ্ময় প্রকাশ করে
মন্ত্রী বলেন, সব সরকারি চাকরিজীবীরা বৈশাখী ভাতা পাচ্ছেন। তাহলে
এমপিওভুক্ত শিক্ষকরা কেন পাবেন না?
তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না্। তিনি এ বিষয়ে ব্যক্তিগতভাবে পদক্ষেপ নেবেন।
তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না্। তিনি এ বিষয়ে ব্যক্তিগতভাবে পদক্ষেপ নেবেন।
রোববার (৯ এপ্রিল) রাতে রাজধানীতে অবস্থিত
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাক-বাজেট আলোচনা শেষে দৈনিকশিক্ষার
সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুহিত।
প্রাক-বাজেট আলোচনার এক পর্যায়ে সংসদ
সদস্যরা নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবী জানালে মন্ত্রী বলেন,
‘বাজেটে এমপিওর বরাদ্দ থাকবে তবে, আগামী বাজেটে এর জন্য বিশেষ কোনো বরাদ্দ
থাকছে না।’
এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া, তিনি বলেন।
উল্লেখ্য, বৈশাখী ভাতা দাবীতে সারাদেশের শিক্ষরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন সরকারের তরফ থেকে ঘোষণা আসে।
দাবী আদায়ে তারা ছোটখাটো কর্মসূচিও দিয়েছেন ইতিমধ্যে।
জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নিজ উদ্যোগে সরকারি চাকরীজীবীদের জন্য বৈশাখী ভাতা চালু করা
হয়। বেসরকারি এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীরাও বৈশাখী ভাতা
দাবী করছেন। তাদের যুক্তি হলো যেহেতু তারা সরকারেী কোষাহগার থেকে মূল
বেতনের শত-ভাগ পান। অন্যান্য ভাতাও কম-বেশি পান। তাহলে বৈশাখী ভাতা নয় কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন