Sample Text

LightBlog

Breaking

LightBlog

মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

গ্রন্থাগারিক ও সহকারি গ্রন্থাগারিকরা শিক্ষক নন

সাধারণ শিক্ষকদের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে গ্রন্থাগারিক, সহকারি গ্রন্থাগারিক এবং খন্ডকালীন শিক্ষাদানে রত কেউ শিক্ষক হিসেবে গণ্য হবেন না। নতুন বছরের শুরুর দিন প্রকাশিত  গেজেটে এ কথা বলা হয়েছে। নতুন এই বিধান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তুরের  বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় নিযুক্ত গ্রন্থাগারিক, সহকারি গ্রন্থাগারিক ও খ-কালীন শিক্ষকের প্রযোজ্য হবে। উচ্চ আদালতের আদেশে এবং সরকারের অনুমোদনক্রমে ঢাকা শিক্ষাবোর্ড ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা ২০০৯’ সংশোধন করে পরিপত্র জারি করেছে। গত বছরের ২২ ডিসেম্বর জারি করা পরিপত্রটি ১ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ হয়।

২১ দফা সংশোধন, সংযোজন ও প্রতিস্থাপনের পর প্রকাশিত গেজেটের অনুচ্ছেদ-৩ -এ বলা হয়েছে, “..গ্রন্থাগারিক, সহকারি গ্রন্থাগারিক এবং অফিস ব্যবস্থাপনার জন্য বা খণ্ডকালীন শিক্ষাদানের জন্য নিযুক্ত কোনো ব্যক্তি  শিক্ষক হিসেবে গণ্য হইবেন না।”


 সূত্রঃ




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox