Sample Text

LightBlog

Breaking

LightBlog

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

আটদিন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আটদিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ১১ সেপ্টেপম্বর (রোববার) ও ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটির প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন।
সচিব জানান, দুদিনের ছুটির প্রস্তাব অনুমোদন হলে পরের দুই শনিবার (১৭ ও ২৪ সেপ্টেম্বর) সরকারি কর্মচারীদের অফিস করতে হবে।
আগামী ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপন করবে দেশবাসী। এ জন্য ঈদের নিয়মিত ছুটি ১২ থেকে ১৪ সেপ্টেম্বর। আর এই সময়ের আগে-পরে দুদিন ছুটির অনুমোদন হলে টানা আটদিন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা।

                                                                            BD.ICT.TUTOR

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox