Sample Text

LightBlog

Breaking

LightBlog

বুধবার, ১২ জুলাই, ২০১৭

জুলাই মাস থেকে অবসর-কল্যাণের বর্ধিত চাঁদা কর্তন

জুন নয় জুলাই মাস থেকে কার্যকর হবে অবসর ও কল্যাণ বাবদ ১০ শতাংশ চাঁদা কর্তনের সিদ্ধান্ত। শিক্ষাসচিব মো: সোহরাব হোসাইন ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এককালীন অবসর ও কল্যাণ ভাতার জন্য তাদের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) থেকে বর্ধিত হারে চাঁদা কর্তন কোন মাস থেকে শুরু হবে তা জানতে চেয়ে গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরও পৃথক চিঠি দেয় বলে জানা যায়।
জুন মাসে শিক্ষাসচিব মো: সোহরাব হোসাইন স্বাক্ষরিত দুটি আলাদা গেজেটে অবসর ও কল্যাণভাতার জন্য মাসিক বেতন থেকে মোট ১০ শতাংশ টাকা চাঁদা হিসেবে কর্তন করার কথা বলা হয়েছে। আগে অবসর ও কল্যাণ খাতে যথাক্রমে ৪ ও ২ শতাংশ মিলে মোট ৬ শতাংশ টাকা কর্তন করা হতো। বর্ধিত চাঁদার গেজেটে বলা হয়েছে ‘ইহা অবিলম্বে কার্যকর হবে’ । এই অবিলম্বে কোন মাস থেকে তা স্পষ্ট করে জানতে চেয়ে শিক্ষাসচিবের কাছে চিঠি লেখেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান। এরপর শিক্ষাসচিব মহাপরিচালককে নিশ্চিত করেন জুলাই মাস থেকে চাঁদা কর্তন কার্যকর করার বিষয়টি। 

সূত্র :

1 টি মন্তব্য:

Adbox