Sample Text

LightBlog

Breaking

LightBlog

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

এমপিও বঞ্চিত আইসিটি,ডিগ্রি ও অনার্স এর জন্য নিয়োগকৃত শিক্ষকদের ঈদ সমাচার



বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক মানে তুচ্ছ তাচ্ছিল্য আর বৈষম্যের স্বীকার।অথচ সারা দেশের বেশি ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দান করে থাকেন এই শিক্ষকগন।একসময় তাদের বেতন আসতো কমিটির মাধ্যমে তা কমিটির মর্জি মত শিক্ষকরা পেতেন ২/৪/৬মাস কিংবা বছর খানেক পর। অবসর নিতেন, প্রতিষ্ঠান তাদের একটি মানপএ বানিয়ে ছাএদের কাছ থেকে চাঁদা আদায় করে একটি ছাতা একটি লাটি আর একটি দেয়াল ঘড়ি অথবা একটি হাত ঘড়ি কপালে জোটতো আর চোখের জল মুছতে মুছতে ছাএ আর সহকর্মীদের শুভ কামনা নিয়ে বাড়ি ফিরতো।সেই অবস্হার পরিবর্তন হলো বেসরকারি শিক্ষকদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম এর পথ ধরে আসলো অনেক সফলতা তার মধ্যে উল্লেখযোগ্য জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, নাম মাএ বাড়ী ভাড়া, মেডিকেল ভাতা উৎসব ভাতা। সৃষ্ট পদ হোক কিংবা শুন্য পদ কিংবা নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করন এগুলোতে যেন জঠিলতা কয় প্রকার ও কি কি যারা ভুক্ত ভোগী তারা ছাড়া আর কেউ বুজার কথা নই।তেমনি একটি বৃত্তের আবর্তে পরেছেন অগনিত এমপিও বঞ্চিত আইসিটি ডিগ্রি ও অনার্সের জন্য নিয়োগকৃত শিক্ষকগন। ১৩/১১/১১ সরকারী প্রজ্ঞাপনের যাঁতাকলে পীষ্ট।অনেক শিক্ষক ৬/৭ বছর কিংবা তারই অধিক সময় ধরে শিক্ষকতা করছেন বিনা বেতনে।মজার ঘটনা হচ্ছে তারা যেই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন সেই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগন সরকারি বেতন ভাতা সহ সুযোগ সুবিধা পেয়ে আসছেন দীর্ঘ দিন ধরে। একই প্রতিষ্ঠানে দ্বৈত নীতি আর কত দিন চলতে পারে?। রাষ্ট্র যন্ত্রের কেউ কি কোন খবর নিয়েছেন এই দুর্মুল্যের বাজারে এই সব শিক্ষকদের পরিবার পরিজন নিয়ে কিভাবে ঈদ পুজা উৎযাপন করছেন?।খবর ঐ সময়ে বেশি করে নেয়া হয় যখন কোন কারনে ছাএদের ফলাফল বিপর্যয় হয়।তখন সব দোষ যেন নন্দ ঘোষ শিক্ষকের।তাদের প্রতি হুমকি দামকির যেন শেষ থাকেনা।সরকার অনেক সময় বলে থাকেন কোচিং বন্দ্ধ করার আইন করবে শিক্ষকরা যাতে টাইট থাকে। আমি বলি কি, সব করেন তাতে কোন সমস্যা দেখিনা যদি শিক্ষকদের সব অধিকার দিয়ে দেন। অনেক এমপিও বঞ্চিত শিক্ষক আমার কাছে মেসেজ পাঠিয়েছেন, তাদের জন্য আমি কিছু যেন লিখি। আমার এই লিখায় কতটুকু হক আদায় করতে পারলাম জানিনা।তারপরও আমার এই লিখাটি যদি কারো উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো।

লেখকঃসৈয়দ শাহাদাত হোসাইন
সহকারি অধ্যাপক
বাকলিয়া শহিদ এন এম এম জে ডিগ্রি কলেজ,চট্টগ্রাম।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox